আমাদের ওয়েবজিনে লেখা পাঠান

বিজ্ঞান ও বিজ্ঞানী ওয়েবজিনে লেখা পাঠান

বিজ্ঞান ও বিজ্ঞানী ওয়েবজিন সৃষ্টি হয়েছে বাংলাভাষায় বিজ্ঞানচর্চার জন্য। গণিত, বিজ্ঞান এবং বিজ্ঞানীদের জীবন ও সাধনার দিক নিয়ে আপনাদের মৌলিক প্রবন্ধ ও রচনা ওয়েবজিনটিকে সমৃদ্ধ করতে সাহায্য করবে এই আশা করি।

- নিম্নলিখিত বিষয়গুলির উপর লেখা আহ্বান করা হচ্ছে -

  • গণিত
  • পদার্থবিজ্ঞান
  • রসায়ন
  • জীববিজ্ঞান
  • ভূগোল
  • প্রযুক্তি ও প্রকৌশল
  • পরিবেশ
  • বিজ্ঞানের সংবাদ
  • গল্প বিজ্ঞান
  • কল্প বিজ্ঞান
  • প্রত্নতত্ত্ব
  • অঙ্কের সমাধান

- লেখা পাঠানোর নিয়মাবলি -

  • লেখা অবশ্যই বাংলায় হতে হবে।
  • লেখাটি সম্পূর্ণ মৌলিক ও নিজের হতে হবে।
  • লেখাটির সাথে আপনাকে ঘোষনা করে দিতে হবে যে লেখাটি আপনার ও মৌলিক। আপন আর কোনও জায়গা থেকে এটি নেন নি।
  • লেখাটি অন্য কোনো ব্লগে/পত্রিকায় পূর্বে প্রকাশিত হয়ে থাকলে লেখাটিতে যথোপযুক্ত সম্পাদনা করে পাঠালে তবেই গ্রহণ করা হবে। হুবহু লেখা গ্রহণ করা হবে না।
  • লেখাটি ৬০০-১৫০০ শব্দের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।
  • লেখা বড় হলে যথাযথ প্যারাগ্রাফ, সাব টাইটেল ব্যবহার করবেন।
  • লেখার সঙ্গে পাঠানো ছবিতে কপিরাইট সমস্যা না থাকা বাঞ্ছনীয়। ছবি যদি কোন ওয়েবসাইট থেকে নেওয়া হয়ে থাকে তাহলে তার লিঙ্কটি সঙ্গে দিয়ে দেবেন।
  • লেখাটি Avro-তে লিখে Word document-এ পাঠাতে হবে। অন্য কন ফরম্যাট গ্রহণ করা হবেনা।

- লেখার সঙ্গে পাঠান -

  • আপনার নাম
  • আপনার ইমেল আইডি
  • আপনার মোবাইল নং
  • আপনার পাশপোর্ট সাইজের ছবি
  • আপনার লেখক পরিচিতি

- লেখার পাঠানোর ঠিকানা -

ইমেলঃ- bijnan.o.bijnani@gmail.com

লেখা মনোনীত হলে য়ামাদের ওয়েবজিনে তা প্রকাশিত হবে ও সোশাল মিডিয়ার মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছিয়ে দেওয়া হবে।

আশাকরি আপনাদের শুভেচ্ছা অ সাহায্যে সকল বাঙালির কাছে আমাদের মাতৃভাষা বাংলার মাধ্যমে বিজ্ঞাচর্চার এই ক্ষুদ্র প্রয়াশটিকে আরও বড় করে তুলে ধরতে পাড়ব।