ফ্রী আর্টিকেল বিভাগে লেখা পাঠান

বিজ্ঞানের বিষয়গুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ভাষার বিষয়টি গুরুত্বপূর্ণ। আমরা আমাদের আবেগ-অনুভূতি প্রকাশ করি মাতৃভাষায়। তাই যেকোনো ধরনের শিক্ষার বাহন হওয়া উচিত মাতৃভাষা। তাহলেই সমাজের সর্বস্তরে প্রকৃত শিক্ষার প্রসার ঘটানো সম্ভব। বিজ্ঞান চর্চার ক্ষেত্রেও মাতৃভাষাকে গুরুত্ব দিলে তবেই বিজ্ঞানের অপরিচিত বিষয়গুলির সঙ্গে সকলে খুব সহজে ও দ্রুত পরিচিত হতে পারবে। একথা মাথায় রেখেই ‘বিজ্ঞান ও বিজ্ঞানী’ ওয়েবজিনের সৃষ্টি। ওয়েবজিনে প্রকাশিত নিবন্ধগুলি সম্পূর্ণ বিনামূল্যে পড়ার জন্য।

আমাদের ই-পত্রিকা বিভাগটি সাবস্ক্রাইব করে পড়তে হয়।

  • লেখা অবশ্যই বাংলায় হতে হবে।
  • লেখাটি Avro-তে লিখে Word document-এ পাঠাতে হবে
  • মেইল বডিতে পেস্ট করেও পাঠাতে পারেন। দয়া করে হোয়াটস-এ্যাপ বা ফেসবুক মেসেঞ্জারে লেখা পাঠেবেন না।
  • লেখা বড় হলে যথাযথ প্যারাগ্রাফ, সাব টাইটেল ব্যবহার করবেন।
  • প্রবন্ধ বিভাগের লেখা ১২০০-২৫০০ শব্দের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।
  • বিজ্ঞানের খবর বিভাগের লেখা ৫০০-১০০ শব্দের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।
  • লেখাটি সম্পূর্ণ মৌলিক ও নিজের হতে হবে
  • লেখাটির সাথে আপনাকে ঘোষনা করে দিতে হবে যে লেখাটি আপনার ও মৌলিকএই ঘোষনাটি লেখার নিচে না থাকলে লেখা গ্রহণ করা হবে না।
  • লেখাটি অন্য কোনো ব্লগে/পত্রিকায় পূর্বে প্রকাশিত হয়ে থাকলে লেখাটিতে যথোপযুক্ত সম্পাদনা করে পাঠালে তবেই গ্রহণ করা হবে। হুবহু লেখা গ্রহণ করা হবে না।
  • লেখার সঙ্গে পাঠানো ছবিতে কপিরাইট সমস্যা না থাকা বাঞ্ছনীয়।
  • ছবি যদি কোন ওয়েবসাইট থেকে নেওয়া হয়ে থাকে তাহলে তার লিঙ্কটি সঙ্গে দিয়ে দেবেন
  • লেখার সাথে তথ্যসূত্র দেবেন। তথ্যসূত্র ছাড়া কোন লেখাই গ্রহণ করা হবে না।
গণিতজীববিজ্ঞানপরিবেশকল্প বিজ্ঞান
পদার্থবিজ্ঞানভূগোলবিজ্ঞানের আবিষ্কারপ্রত্নতত্ত্ব
রসায়নপ্রযুক্তি ও প্রকৌশলগল্প বিজ্ঞানবিজ্ঞানের ধাঁধা
কৃত্রিম বুদ্ধিমত্তাজ্যোতির্বিজ্ঞানবিজ্ঞানের ছড়াস্বাস্থ্য
  1. আপনার নাম
  2. আপনার ইমেল আইডি
  3. আপনার মোবাইল নং
  4. আপনার পাসপোর্ট সাইজের ছবি
  5. আপনার লেখক পরিচিতি
  6. আপনার সম্পূর্ণ ঠিকানা
  • ইমেলঃ- bijnan.o.bijnani@gmail.com
  • লেখা মনোনীত হলে আমাদের ওয়েবজিনে তা প্রকাশিত হবে ও সোশাল মিডিয়ার মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছিয়ে দেওয়া হবে।
আশাকরি আপনাদের শুভেচ্ছা ও সহযোগিতায় সকল বাঙালির কাছে আমাদের মাতৃভাষা বাংলার মাধ্যমে বিজ্ঞাচর্চার এই ক্ষুদ্র প্রয়াশটিকে আরও বড় করে তুলে ধরতে পাড়ব।