বিজ্ঞান ও বিজ্ঞানী ই-পত্রিকায় লেখা পাঠান
আমাদের ই-পত্রিকা সম্বন্ধে দু-চার কথা
প্রতি বছর বিশিষ্ট বিজ্ঞান লেখকদের রচিত বাছাই করা কয়েকটি প্রবন্ধ নিয়ে আমাদের বিজ্ঞান ও বিজ্ঞানী ওয়েবজিনের তরফ থেকে চারটি করে ই-পত্রিকা প্রকাশ করা হয়। এই ই-পত্রিকাটির দুটি ফর্ম্যাটে আছে – একটি পিডিএফ যা ডাউনলোড করে পড়তে হয়। আরেকটি ওয়েব ভার্সন যা ওয়েবসাইটে লগিন করে পড়তে হয়।
আমাদের ই-পত্রিকা বিভাগটি বিনামূল্যে সরবারাহ করা হয় না, সাবস্ক্রাইব করে পড়তে হয়।
ই-পত্রিকায় লেখা পাঠানোর নিয়মাবলী
লেখার ভাষা কী ও কীভাবে লিখব?
- লেখা অবশ্যই বাংলায় হতে হবে।
- লেখাটি Avro-তে লিখে Word document-এ পাঠাতে হবে। অন্য কোনো ফরম্যাট গ্রহণ করা হবেনা।
- লেখা বড় হলে যথাযথ প্যারাগ্রাফ, সাব টাইটেল ব্যবহার করবেন।
লেখা শব্দ সংখ্যা কী?
- প্রবন্ধ বিভাগের লেখা ১২০০-২৫০০ শব্দের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।
- বিজ্ঞানের টুকিটাকি বিভাগের লেখা ২০০-২৫০ শব্দের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।
- বিজ্ঞানের আবিষ্কার বিভাগের লেখা ২৫০-৫০০ শব্দের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।
লেখা কপিরাইট সমস্যা কি হতে পারে?
- লেখাটি সম্পূর্ণ মৌলিক ও নিজের হতে হবে।
- লেখাটির সাথে আপনাকে ঘোষনা করে দিতে হবে যে লেখাটি আপনার ও মৌলিক। এই ঘোষনাটি লেখার নিচে না থাকলে লেখা গ্রহণ করা হবে না।
- লেখাটি অন্য কোনো ব্লগে/পত্রিকায় পূর্বে প্রকাশিত হয়ে থাকলে লেখাটিতে যথোপযুক্ত সম্পাদনা করে পাঠালে তবেই গ্রহণ করা হবে। হুবহু লেখা গ্রহণ করা হবে না।
- লেখার সঙ্গে পাঠানো ছবিতে কপিরাইট সমস্যা না থাকা বাঞ্ছনীয়।
- ছবি যদি কোন ওয়েবসাইট থেকে নেওয়া হয়ে থাকে তাহলে তার লিঙ্কটি সঙ্গে দিয়ে দেবেন।
- লেখার সাথে তথ্যসূত্র দেবেন। তথ্যসূত্র ছাড়া কোন লেখাই গ্রহণ করা হবে না।
নিম্নলিখিত বিষয়গুলির উপর লেখা আহ্বান করা হচ্ছে
গণিত | জীববিজ্ঞান | পরিবেশ | কল্প বিজ্ঞান |
পদার্থবিজ্ঞান | ভূগোল | বিজ্ঞানের আবিষ্কার | প্রত্নতত্ত্ব |
রসায়ন | প্রযুক্তি ও প্রকৌশল | গল্প বিজ্ঞান | বিজ্ঞানের ধাঁধা |
কৃত্রিম বুদ্ধিমত্তা | জ্যোতির্বিজ্ঞান | বিজ্ঞানের ছড়া | স্বাস্থ্য |
লেখার সঙ্গে পাঠান
- আপনার নাম
- আপনার ইমেল আইডি
- আপনার মোবাইল নং
- আপনার পাসপোর্ট সাইজের ছবি
- আপনার লেখক পরিচিতি
- আপনার সম্পূর্ণ ঠিকানা
লেখার সঙ্গে পাঠান
- ইমেলঃ- bijnan.o.bijnani@gmail.com
- লেখা মনোনীত হলে আমাদের ওয়েবজিনে তা প্রকাশিত হবে ও সোশাল মিডিয়ার মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছিয়ে দেওয়া হবে।