সাবস্ক্রিপশন প্ল্যান

বিজ্ঞানের বিষয়গুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ভাষার বিষয়টি গুরুত্বপূর্ণ। আমরা আমাদের আবেগ-অনুভূতি প্রকাশ করি মাতৃভাষায়। তাই যেকোনো ধরনের শিক্ষার বাহন হওয়া উচিত মাতৃভাষা। তাহলেই সমাজের সর্বস্তরে প্রকৃত শিক্ষার প্রসার ঘটানো সম্ভব। বিজ্ঞান চর্চার ক্ষেত্রেও মাতৃভাষাকে গুরুত্ব দিলে তবেই বিজ্ঞানের অপরিচিত বিষয়গুলির সঙ্গে সকলে খুব সহজে ও দ্রুত পরিচিত হতে পারবে। একথা মাথায় রেখেই ‘বিজ্ঞান ও বিজ্ঞানী’ ওয়েবজিনের তরফ থেকে প্রকাশ করেছি ‘বিজ্ঞান ও বিজ্ঞানী’ নামে একটি ই-পত্রিকা।

বিজ্ঞান ও বিজ্ঞানী ই-পত্রিকার পথ চলা শুরু হয় ২০২১ সালের অক্টোবর মাসের শারদীয় সংখ্যাটি দিয়ে। বছরে চারটি সংখ্যা আমারা প্রকাশ করি। ই-পত্রিকাগুলি বিভিন্ন ফর্ম্যাটে প্রকাশিত হয়।

বাৎসরিক সাবস্ক্রিপশন প্ল্যান

ই-পত্রিকার ফর্ম্যাটএকক সংখ্যাবাৎসরিক সাবস্ক্রিপশন মূল্য
ওয়েব ফর্ম্যাট (অনলাইনে পড়ার জন্যে)একক সংখ্যা এর ক্ষেত্রে উপলব্ধ নয়।

সাবস্ক্রিপশন নিলে পূর্বে ও বর্তমানে প্রকাশিত প্রতিটি ওয়েব ভার্সন ও তার সাথে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিটি ফ্রী আর্টিকেলও পড়তে পারবেন।
১০০/- ভারতীয় মূদ্রায়
পিডিএফ ফর্ম্যাট (অফলাইনে পড়ার জন্যে)একক সংখ্যা এর ক্ষেত্রে উপলব্ধ। প্রতিটি পিডিএফ ভার্সন ডাউনলোড করে অফলাইনে পড়তে পারবেন।

আমাদের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিটি ফ্রী আর্টিকেলও পড়তে পারবেন।
বাৎসরিক সাবস্ক্রিপশন এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। একক সংখ্যার মূল্য পরিবর্তনশীল (গুগুল প্লেবুকে উপলব্ধ)।

বিজ্ঞান ই-পত্রিকার ওয়েব ভার্সন সাবস্ক্রিপশন নেওয়ার সুবিধা:

  • অনলাইনে উপলব্ধঃ ইন্টারনেট কানেকশনযুক্ত যে কোনো মোবাইল, ট্যাবলেট অথবা কম্পিউটারে আমাদের ই-পত্রিকার ওয়েব ফর্ম্যাটটি ওপেন করে পড়তে পড়া যাবে।
  • সর্বশেষ বিজ্ঞান সংবাদ: সর্বাধিক আপডেট হওয়া বৈজ্ঞানিক ঘটনা, নতুন আবিষ্কার এবং গবেষণা সম্পর্কিত তথ্য আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। বৈজ্ঞানিক প্রবন্ধ ও নিবন্ধ: প্রায় সকল বিষয়ের উপর সহজবোধ্য অথচ তথ্যবহুল প্রবন্ধ, যা পড়তে মজাদার এবং জ্ঞানের প্রসার ঘটায়।
  • বিশেষ সংখ্যার প্রবেশাধিকার: বিভিন্ন বৈজ্ঞানিক বিশেষ বিষয়ভিত্তিক ইস্যু যা বিশেষভাবে সাবস্ক্রাইবারদের জন্য উপলব্ধ।
  • পাঠক প্রতিক্রিয়া ও সহযোগিতা: পাঠকের মতামত ও পরামর্শকে গুরুত্ব দেওয়া হয়, যা বিজ্ঞান বিষয়ক নতুন লেখার মান উন্নত করতে সাহায্য করে।
  • কুইজ ও ইন্টারেক্টিভ গেমস: বিজ্ঞান শেখার পাশাপাশি আপনার মস্তিষ্ককে তীক্ষ্ণ করতে নানা ধরনের কুইজ এবং গেমস, যা আপনাকে মজার ছলে বিজ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ দেবে।
  • বিশেষ ইভেন্টের নোটিফিকেশন: গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ইভেন্ট বা সম্মেলন সংক্রান্ত নোটিফিকেশন পাবেন ইমেইলের মাধ্যমে।
  • নিয়মিত ইমেইল আপডেট ও নোটিফিকেশন: বিজ্ঞান বিষয়ক গুরুত্বপূর্ন ইভেন্ট ও নতুন প্রবন্ধ সম্পর্কে নিয়মিত নোটিফিকেশন এবং ইমেইল আপডেট পাবেন।
  • প্রতিটি প্রকাশিত ই-পত্রিকার ওয়েব ফর্ম্যাটে আপনাকে পড়তে দেওয়া হবে।
  • কোনো প্রকারের সমস্যার সম্মুখীন হলে আমাদের কার্যালয়ের সঙ্গে ফোন অথবা ই-মেইল মারফৎ যোগাযোগ করতে পারবেন।
  • ই-মেইলঃ- panurgepublications@gmail.com | ফোন:- 9477865752 / 8902006719

আপনার বিজ্ঞান ও বিজ্ঞানী ই-পত্রিকার সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন

পিডিএফ (অফলাইনে পড়ার জন্যে) পৃথক কপি কিনব


ওয়েব ফর্ম্যাট (অনলাইনে পড়ার জন্যে) বাৎসরিক সাবস্ক্রিপশন নেব



বিজ্ঞান ও বিজ্ঞানী ওয়েবজিন-এর ফ্রী নিউজলেটার সাবস্ক্রিপশন ফর্ম