সাবস্ক্রিপশন প্ল্যান
বিজ্ঞানের বিষয়গুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ভাষার বিষয়টি গুরুত্বপূর্ণ। আমরা আমাদের আবেগ-অনুভূতি প্রকাশ করি মাতৃভাষায়। তাই যেকোনো ধরনের শিক্ষার বাহন হওয়া উচিত মাতৃভাষা। তাহলেই সমাজের সর্বস্তরে প্রকৃত শিক্ষার প্রসার ঘটানো সম্ভব। বিজ্ঞান চর্চার ক্ষেত্রেও মাতৃভাষাকে গুরুত্ব দিলে তবেই বিজ্ঞানের অপরিচিত বিষয়গুলির সঙ্গে সকলে খুব সহজে ও দ্রুত পরিচিত হতে পারবে। একথা মাথায় রেখেই ‘বিজ্ঞান ও বিজ্ঞানী’ ওয়েবজিনের তরফ থেকে প্রকাশ করেছি ‘বিজ্ঞান ও বিজ্ঞানী’ নামে একটি ই-পত্রিকা।
বিজ্ঞান ও বিজ্ঞানী ই-পত্রিকার পথ চলা শুরু হয় ২০২১ সালের অক্টোবর মাসের শারদীয় সংখ্যাটি দিয়ে। বছরে চারটি সংখ্যা আমারা প্রকাশ করি। ই-পত্রিকাগুলি বিভিন্ন ফর্ম্যাটে প্রকাশিত হয়।
- পিডিএফ ফর্ম্যাটঃ- প্রতিটি সংখ্যার মূল্য ২০/-।
- ওয়েব ফর্ম্যাটঃ- এটি সম্পূর্ণরূপে সাবস্ক্রিপশন নির্ভর। বাৎসরিক সাবস্ক্রিপশন ৬০/- দিয়ে চারটি সংখ্যা (ওয়েব এবং পিডিএফ ফর্ম্যাট) পড়তে পারবেন। পিডিএফ ফর্ম্যাট সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। আলাদা মূল্য দিতে হবে না।
আপনার বিজ্ঞান ও বিজ্ঞানী ই-পত্রিকার সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন
আমি পৃথক কপি কিনব
আমি বাৎসরিক সাবস্ক্রিপশন নেব
- আমাদের বাৎসরিক সাবস্ক্রিপশন ভারতীয় মূদ্রায় মাত্র ৬০/-
- প্রতি বছর নতুন করে করতে হবে।
- ইন্টারনেট কানেকশনযুক্ত যে কোনো মোবাইল, ট্যাবলেট অথবা কম্পিউটারে আমাদের ই-পত্রিকার ওয়েব ফর্ম্যাটটি ওপেন করে পড়তে পারা যাবে।
- আমাদের ই-পত্রিকার পিডিএফ ফর্ম্যাটটি ডাউনলোড করে অফলাইনে পড়া যাবে।
- বছরে চারটি ই-পত্রিকা পিডিএফ ফর্ম্যাটে আপনাকে ডাউনলোড করতে দেওয়া হবে।
- যে বছরের যে মাসে সদস্যতা নেবেন সেই মাসের পর যে চারটি সংখ্যা প্রকাশিত হবে সেইগুলোই ওয়েব/পিডিএফ ফর্মেটে পড়তে পাবেন।
- কোনো প্রকারের সমস্যার সম্মুখীন হলে আমাদের কার্যালয়ের সঙ্গে ফোন অথবা ই-মেইল মারফৎ যোগাযোগ করতে পারবেন।
- ই-মেইলঃ- panurgepublications@gmail.com | ফোন:- 9051980689 / 8902006719