বিজ্ঞান ও বিজ্ঞানী ই-পত্রিকা অক্টোবর ২০২৪ সংখ্যা

Rating: 4 out of 5.

PDF copy: 20.00 INR (incl. of tax)

বাৎসরিক সাবস্ক্রিপশন পেতে চাই
পিডিএফ/ফ্লিপবুক ফর্ম্যাটে পড়তে চাই
সুপারিশ করুন

ই-পত্রিকার পিডিএফ ফর্ম্যাটের ইতিমধ্যে কিনে নিয়েছি (ডাউনলোড বিকল্পটি অর্থ প্রদানের ৪৮ ঘন্টা পরে সক্রিয় হয়)

সকলকে শারদ শুভেচ্ছা জানিয়ে প্রকাশিত হল আমাদের বিজ্ঞান ও বিজ্ঞানী ই-পত্রিকার শারদীয় ২০২৪ সংখ্যাটি। এই বছরে আমাদের সংখ্যাটি পিডিএফ-বদলে সম্পূর্ণভাবে ইলেক্ট্রনিক পত্রিকার রূপ নিয়েই প্রকাশিত হয়েছে। এবারে পিডিএফ ডাউনলড করে না পড়ে শুধু আমাদের ওয়েবসাইটে লগিন করলেই পেয়ে যাবেন পুরো পত্রিকাটি। চমকপ্রদ ছবিসহ আই সংখ্যায় প্রকাশিত প্রবন্ধগুলি খুব সহজেই চলতে ফিরতে হাতের ট্যাবলেট/মোবাইলের মাধ্যমেই পড়ে ফেলতে পারবেন। পত্রিকাটির পিডিএফ ফরম্যাট পুজোর পরে প্রকাশিত হবে।

এবারের প্রচ্ছদ প্রবন্ধে আছে ড: দেবানীক রায় রচিত প্রযুক্তি ও প্রকৌশল বিষয়ক গবেষণামূলক একটি লেখা যার নাম যন্ত্র-হস্তের বন্ধন ও ধারণ যন্ত্র-নরবিদ্যা তথা রোবোটিক্স প্রযুক্তিতে একটি গুরুত্ত্বপূর্ণ স্থান অধিকার করে আছে রোবটের ধারণ-যোগ্যতা কিংবা ধারণ-ক্ষমতা বিষয়ক গবেষণা এবং তার বাস্তবায়ন। এই প্রবন্ধে প্রয়োগমুখী কয়েক প্রজাতির রোবটে ব্যবহৃত যন্ত্র-হস্তগুলির দ্বারা কীভাবে সুসংগঠিত হয়ে থাকে রকমারী আকার-প্রকারের বস্তুর বন্ধন এবং অব্যবহিত পরেই তার ধারণ প্রক্রিয়া সেই বিষয়ে আলচনা করা হয়েছে। আশাকরি প্রবন্ধটি আপনাদের ভালো লাগবে।

জানেন কি প্রাণীদের সংকেতের ডাক শুনে তাদের শারীরিক ও মানসিক অবস্থা সম্পর্কে তথ্য জানা যায়? আর তার জন্য ব্যবহার করা হয় সঙ্গীত। মানব শ্রোতাদের যেমন সঙ্গীত শুনিয়ে মানসিক অবস্থাকে প্রভাবিত করা যায়; সেরকমই পোষা প্রাণী সহ বিভিন্ন বন্দী প্রজাতিদেরও রোগ বা মানসিক অস্থিরতা প্রশমনে সঙ্গীতের ব্যবহার হয়েছে। এমন এক আশ্চর্য বিষয় নিয়েই তপন কুমার গঙ্গোপাধ্যায় রচিত এবারের বিশেষ নিবন্ধঃ অন্য প্রাণীদের উপর সঙ্গীতের প্রভাব ও চিকিৎসা

থাকছে ধারাবাহিক নিবন্ধঃ এই যুগের বিজ্ঞানী-র তৃতীয় পর্ব। বর্তমানে সারা পৃথিবী জুড়ে কত নতুন বিজ্ঞানীর মুখ দেখতে পাই। আসুন জানা যাক তাঁদের নতুন নতুন আবিষ্কারের কথা ঐন্দ্রিলা সাউ-এর লেখা থেকে। শ্রী অরূপ বন্দ্যপাধ্যায়ের প্রবন্ধে জানতে পারবেন চারিদিকে কেন এত বজ্রপাতের ধূম। প্রকৃতিতে নীল রঙের অভাব কেন জানতে হলে পড়তে হবে ড. অঞ্জনা ঘোষের লেখাটি।

সহমর্মিতার সাথে স্নায়ুকষের সম্পর্ক নিয়ে লিখেছেন শ্রী দিগন্ত পাল, সঙ্গে তাহকছে বিষাক্ত গাছ ধুতুরা নিয়ে ড. সৌমিত্র চৌধুরির একটি গুরুত্বপূর্ণ লেখা। শ্রী বিশ্ব রঞ্জন গোস্বামী মহাশয়ের লেখায় আমরা জানতে পারব কি করে ক্ষুদ্র মশাও বাঁচিয়ে দিতে পারে বিলুপ্তপ্রায় প্রাণীকে। এইরকম আরও জানা-অজানা তথ্য নিয়ে আরও বেশ কিছু বিশিষ্ট লেখকের প্রবন্ধের ডালি নিয়ে নতুন রূপে এসেছে আমাদের বিজ্ঞান ও বিজ্ঞানী ই-পত্রিকার শারদিয় ২০২৪ সংখ্যাটি।

কেমন লাগল জানাতে ভুলবেন না।

সম্পাদক:- কমলবিকাশ বন্দ্যোপাধ্যায়
সহ-সম্পাদক:- সায়ন্তনী ব্যানার্জী


প্রচ্ছদ নিবন্ধ
১) যন্ত্র-হস্তের বন্ধন ও ধারণ: প্রযুক্তি ও প্রকৌশল – ড: দেবানীক রায়
বিশেষ নিবন্ধ
২) অন্য প্রাণীদের ওপর সঙ্গীতের প্রভাব ও চিকিৎসা – তপন কুমার গঙ্গোপাধ্যায়
ধারাবাহিক নিবন্ধ
৩) এই যুগের বিজ্ঞানী – পর্ব ৩ – ঐন্দ্রিলা সাউ
পরিবেশ
৪) বজ্রাঘাতের উপর বিশ্ব-উষ্ণায়নের প্রভাব – অরূপ বন্দ্যোপাধ্যায়
প্রাণীবিজ্ঞান
৫) প্রকৃতি ও নীল রঙ – ড. অঞ্জনা ঘোষ
৬) সহমর্মি দর্পণ স্নায়ুকোষ – দিগন্ত পাল
৭) বিলুপ্তির পথে হাওয়াই দ্বীপপুঞ্জের পাখিদের শেষ আশা মশা – বিশ্ব রঞ্জন গোস্বামী
৮) বিষাক্ত গাছ ধুতুরা – ড. সোমিত্র চৌধুরী
প্রযুক্তি ও প্রকৌশল
৯) বোকা বাক্সে বুদ্ধির ছোঁয়া – ডাঃ অরুণ চট্টোপাধ্যায়
১০) দেশভেদে বদলে যায় গৃহস্থালির বিদ্যুৎ সরবরাহ – ড. ভুপতি চক্রবর্তী
বিজ্ঞানের ছড়া
১১) টিপ দিতে ডেকো না মা – শংকর দেবনাথ
রসায়ন
১২) প্রথম মৌলিক কণা ইলেকট্রন – তপন কুমার বিশ্বাস
জীবনী
১৩) ফ্রানস দ্য ওয়াল – জনরঞ্জন গোস্বামী
১৪) রোজালিন সাসমিন ইয়লো- নিউক্লিয়ার মেডিসিনের পথিকৃৎ – সিদ্ধার্থ মজুমদার
১৫) উপেক্ষিত বিস্মৃতপ্রায় বিজ্ঞান-সাধক গোপালচন্দ্র ভট্টাচার্য – গোবিন্দ মোদক
গল্পবিজ্ঞান
১৬) পগাড়ের এ-পাড়েই – তপোময় ঘোষ
বিজ্ঞানের টুকিটাকি
১) ব্লাডিবেলি কম্ব জেলি – সায়ন্তনী ব্যানার্জী
২) সি পিগ: গভীর সমুদ্রের শুকর! – সায়ন্তনী ব্যানার্জী
৩) সি গুজবেরি – সায়ন্তনী ব্যানার্জী
৪) জায়েন্ট লার্ভাসিয়ান – সায়ন্তনী ব্যানার্জী
৫) চেনা চেনা লাগে কী?
বিজ্ঞানের আবিষ্কার
১) পারকিনসন্স রোগ নির্ণয় করার জন্য একটি নতুন পদ্ধতি
২) HyEdit: জিনোম সম্পাদনার হাতিয়ার
বি’ক্যুইজ
১) বি’ক্যুইজ
২) বিজ্ঞানের গোলকধাঁধা

সাধারণ নির্দেশাবলী অনুসরণ করতে হবে

  • কাস্টমার ডিটেইলস র্ম ফিল-আপ করুন ও আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আপনার পেমেন্ট করুন। সেই সঙ্গে প্রমাণ হিসাবে অর্থপ্রদানের রসিদ সংযুক্ত করুন। আমাদের অ্যাকাউন্টে পেমেন্ট না আসা পর্যন্ত আপনার অর্ডার পাঠানো হবে না।
    Fill out the Customer details form. Make your payment directly into our bank account. Attach the payment receipt as proof. Your order will not be shipped until the funds have cleared in our account.
  • অর্ডার পাঠানোর ২৪ ঘন্টার মধ্যে অর্ডারটি প্রক্রিয়া করব। আপনি আমাদের পক্ষ থেকে পেমেন্ট রসিদ সহ ডাউনলোড লিঙ্ক পাবেন।
    We will process the order within 24 hours of placement. You will receive the download link along with the payment receipt from our side.
  • আপনার ব্যক্তিগত ডেটা আপনার অর্ডার প্রক্রিয়া করতে, এই ওয়েবসাইট জুড়ে আপনার অভিজ্ঞতা সঞ্চয় করতে এবং আমাদের প্রাইভেসি পলিসিতে বর্ণিত অন্যান্য উদ্দেশ্যে ব্যবহার করা হবে।
    Your personal data will be used to process your order, support your experience throughout this website, and for other purposes described in our privacy policy.

4 thoughts on “বিজ্ঞান ও বিজ্ঞানী ই-পত্রিকা অক্টোবর ২০২৪ সংখ্যা

  • নমস্কার ও ধন্যবাদ জানাই আপনাদের ই-মেইল এবং ‘বিজ্ঞান ও বিজ্ঞানী’ শারদ সংখ্যার ই-ভার্সনের জন্যে। যা মনে হল, এখন লেখকদের পক্ষে (বিশেষ করে আমার মতন ই-জগতে ততোটা কুশলী না-হওয়া মানুষ) অনেকটাই সরল ও ফ্রেন্ডলি হয়েছে। বিশেষ করে লেখক সূচি/প্রোফাইল ও লেখকদের সব লেখার আর্কাইভ করার বিষয়টি খুবই জরুরি ছিল। সেই ব্যবস্থাটি বেশ অনায়াস ও সুন্দর ভাবে হয়েছে। বিন্যাস, সৌকর্য ও নান্দনিকতা প্রশংসাযোগ্য। তবে লেখার মধ্যে ফোন্ট সাইজ নিয়ে ভেবে দেখার অনুরোধ জানাই।
    শারদ শুভেচ্ছা সহ
    সিদ্ধার্থ মজুমদার

  • ‘বিজ্ঞান -ও বিজ্ঞানী’ ই-পত্রিকার এ’বছরের শারদ-সংখ্যাটিতে চোখ বুলিয়ে চমৎকৃত হলাম। প্রযুক্তির আঙিয়ায় বিচার করলে আপনাদের এবারের প্রয়াস আধুনিকতায় মোড়া এবং অত্যন্ত উপযোগী সব বয়সের পাঠকের জন্যই। নিবন্ধগুলি আলাদা ভাবে পড়া ছাড়াও নির্দিষ্ট কোনো লেখকের পূর্ব-প্রকাশিত প্রবন্ধগুলি পড়তে পারার অবকাশ করে দেওয়ার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন গবেষণা কিংবা বাস্তবায়নের বিশদ জানাতে তথা জানতে হলে লেখক কিংবা পাঠক দু’তরফেই প্রয়োজন রঙ্গীন ছবি ও আলোকচিত্রের ব্যবহার। আর এই কাজে মূল্যবান অবদান রেখে চলেছে আপনাদের ই-পত্রিকা। লেখকদের একত্রীভূত সংগ্রহ ছাড়াও ভবিষ্যতে ‘বিষয়-ভিত্তিক’ প্রবন্ধের তালিকা এবং সেই তালিকা থেকে যে কোনো একটি নির্দিষ্ট প্রবন্ধ বেছে নিয়ে পড়ার সুযোগ যদি করতে পারেন তাহলে উৎসাহী পাঠককুল প্রীত হবেন, সন্দেহ নেই। অন্য একটি পরামর্শ দিতে চাই: আপনারা যদি দু’ / তিন মাসে একটি করে অনলাইন ওয়েবিনার -এর ব্যবস্থা করেন যেখানে প্রকাশিত প্রবন্ধগুলির লেখকরা তাঁদের প্রবন্ধের মূল বিষয়বস্তু সহজ বাংলা ভাষায় বক্তৃতা দিতে পারবেন তাহলে আমার মনে হয় আপনাদের ই-পত্রিকাটির ব্যাপ্তি সুদূরপ্রসারী ও দীর্ঘস্থায়ী হবে। অনেক অভিনন্দন ও শারদ-শুভেচ্ছা সহ -দেবানীক রায়।

  • নমস্কার সিদ্ধার্থবাবু,

    আপনার ই-মেইল এবং আমাদের ‘বিজ্ঞান ও বিজ্ঞানী’ ই-পত্রিকা শারদীয় ২০২৪ সংখ্যার ই-ভার্সন সম্পর্কে আপনার মূল্যবান মতামতের জন্যে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের ওয়েবজিনের এই নতুন বিন্যাস এবং লেখক প্রোফাইল ও আর্কাইভ সংক্রান্ত সুবিধাগুলি উপভোগ করছেন। আপনার মতো পাঠকদের কাছে বিষয়গুলি সহজ ও ব্যবহার-বান্ধব করে তোলাই আমাদের উদ্দেশ্য, এবং আপনার প্রশংসা আমাদের আরও অনুপ্রাণিত করেছে।

    ফন্ট সাইজ সংক্রান্ত আপনার পরামর্শের বিষয়টি আমরা মনোযোগ সহকারে গ্রহণ করেছি এবং ভবিষ্যতে বিষয়টির উন্নতির জন্যে অবশ্যই বিবেচনা করবো।

    আপনার শারদ শুভেচ্ছা আমাদের মন ছুঁয়ে গেছে। আপনাকেও শারদ শুভেচ্ছা জানাই।

    শুভেচ্ছান্তে,
    সম্পাদক
    বিজ্ঞান ও বিজ্ঞানী

  • নমস্কার দেবানীকবাবু,

    আপনার ই-মেইল এবং ‘বিজ্ঞান ও বিজ্ঞানী’ ই-পত্রিকা শারদীয় ২০২৪ সংখ্যা সম্পর্কে আপনার সুচিন্তিত মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ। আমাদের ই-পত্রিকার আধুনিকতা এবং প্রযুক্তিগত উন্নয়ন আপনাকে চমৎকৃত করেছে জেনে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা সব সময়ই চেষ্টা করি বিভিন্ন বয়সের পাঠকদের জন্য পত্রিকাটিকে আরও উপযোগী ও আকর্ষণীয় করে তুলতে, এবং আপনার মতামত আমাদের প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছে। নির্দিষ্ট লেখকের পূর্ব-প্রকাশিত প্রবন্ধ পড়ার সুযোগকে আপনি প্রশংসা করেছেন, এটি আমাদের জন্য একটি বড় প্রাপ্তি। ভবিষ্যতে বিষয়ভিত্তিক প্রবন্ধের তালিকা তৈরির পরামর্শটি অত্যন্ত গঠনমূলক, এবং আমরা এই দিকটি নিয়ে কাজ আগেই শুরু করে দিয়েছি, বিষয়টি শুধু প্রয়োগের অপেক্ষায় আছে। ওয়েবিনার আয়োজনের পরামর্শটিও অত্যন্ত প্রাসঙ্গিক এবং আমরা বিশ্বাস করি, এটি লেখক ও পাঠকদের মধ্যে একটি সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারবে। আমরা আপনার এই মূল্যবান প্রস্তাবগুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছি এবং ভবিষ্যতে কার্যকরী পদক্ষেপ নিতে চেষ্টা করব।

    আপনার শারদ শুভেচ্ছা গ্রহণ করে আমরা কৃতজ্ঞ। আপনাকেও শারদ শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। আমাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।
    সম্পাদক
    বিজ্ঞান ও বিজ্ঞানী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *