Free ArticlesLife Science-জীববিজ্ঞানScience News-বিজ্ঞানের টুকরো খবর

সরীসৃপ সংবাদ – ১

Liolaemus lizard | Image courtesy: sciencenews.org

পেরু-সংলগ্ন আন্দিজ পর্বতমালায় প্রায় ৫৪০০ মিটার উচ্চতায় এক ধরনের গিরগিটির সন্ধান পাওয়া গেছে। মনে করা হয় এটিই এখনও পর্যন্ত আবিষ্কৃত সর্বাধিক উচ্চতায় প্রাপ্ত সরীসৃপ।

লিওলেমাস গিরগিটির আবিষ্কারের সময়

হিমশীতল পরিবেশে, প্রবল অতিবেগুনি বিকিরণ আর স্বল্প অক্সিজেন মাত্রার মধ্যে এই গিরগিটির সন্ধান পায় পেরুর হারপেটোজোয়ার (Herpetozoa) গবেষকরা।

২০২০ সালের অক্টোবর মাসে পেরুর আরিক্যুপা’র সেন্ট অগাস্টিনের ন্যাশনাল ইউনিভার্সিটির (National University of Saint Augustine in Arequipa, Peru) জীববিজ্ঞানী (zoologist) জোস সার্ডিনা (José Cerdeña) এবং তাঁর দল পেরুর কাকানি আগ্নেয়গিরি (Chachani volcano) আরোহণে যান।

এই আগ্নেয়গিরির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬০৫৭ মিটার। ‘ট্রি ইগুয়ানা’ (tree iguanas) নামে পরিচিত লিওলেমাস গিরগিটির (Liolaemus lizards) সন্ধানে গিয়েছিল এই দলটি। প্রায় ৫০০০ মিটার উচ্চতায় ওঠার পরেই তারা এই গিরগিটির দেখা পান।

ঐ দলটি হঠাৎই খেয়াল করেন পাথরের আড়ালে কিছু একটা নড়াচড়া করছে। প্রথমে সেটিকে তারা ইঁদুর বলে ভাবলেও আরো কাছ থেকে পর্যবেক্ষণ করার পরে বুঝতে পারেন যে সেটি আসলে একটি গিরগিটি। আপাতভাবে তারা এটিকে ‘লিওলেমাস ট্যাকনি’ (Liolaemus tacnae) বলে চিহ্নিত করেন।

লিওলেমাস গিরগিটির বাসস্থান ও প্রজাতি

এই প্রজাতির গিরগিটিকে পেরুর বিভিন্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে অধিক উচ্চতায় দেখতে পাওয়া গেছে। এর একটি গোষ্টিকে তো কাকানি আগ্নেয়গিরির আশেপাশে প্রায় ৪০০০ মিটার উচ্চতায় দেখা গিয়েছিল।

এত সংকটময় পরিবেশে বেঁচে থাকা স্তন্যপায়ী প্রাণীদের পক্ষেই খুব দুষ্কর। শীতলশোণিত সরীসৃপদের আবার অতিরিক্ত কিছু তাপমাত্রা নিয়ন্ত্রক অসুবিধের মধ্যে পড়তে হয় বলে অধিক উচ্চতায় হিমশীতল পরিবেশে এদের দেখতে পাওয়া প্রায় অসম্ভব।

এখনও পর্যন্ত সর্বাধিক উচ্চতায় প্রাপ্ত সরীসৃপ হিসেবে ব্যাঙাচি-মাথা বিশিষ্ট ‘আগামা গিরগিটি’কেই (toad-headed agama lizard) ধরা হয় যার বিজ্ঞানসম্মত নাম ফ্রিনোসেফালাস এরিথ্রুলাস (Phrynocephalus erythrurus)। এরা অত্যন্ত কষ্টসহিষ্ণু হয়। এই প্রজাতিটি তিব্বতের মালভূমি অঞ্চলে ৫৩০০ মিটার উচ্চতায় দেখতে পাওয়া যায়। নতুন পাওয়া গিরগিটি প্রজাতিটি উচ্চতার ব্যবধানে একে প্রায় আরও ১০০ মিটার পিছনে ফেলে দিয়েছে।

সমগ্র দক্ষিণ আমেরিকা জুড়ে এই লিওলেমাস গণের অন্তর্গত প্রায় ২৭০ প্রজাতির গিরগিটি লক্ষ করা যায়।

সার্ডেনার মতে জলবায়ুর পরিবর্তনই হয়তো এই গিরগিটিকে এত বেশি উচ্চতায় বসতি গড়ে তুলতে বাধ্য করেছে।