Dr Debanik Roy (Researcher, Author)
‘বিজ্ঞান -ও বিজ্ঞানী’ ই-পত্রিকার এ’বছরের শারদ-সংখ্যাটিতে চোখ বুলিয়ে চমৎকৃত হলাম। প্রযুক্তির আঙিয়ায় বিচার করলে আপনাদের এবারের প্রয়াস আধুনিকতায় মোড়া এবং অত্যন্ত উপযোগী সব বয়সের পাঠকের জন্যই। নিবন্ধগুলি আলাদা ভাবে পড়া ছাড়াও নির্দিষ্ট কোনো লেখকের পূর্ব-প্রকাশিত প্রবন্ধগুলি পড়তে পারার অবকাশ করে দেওয়ার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন গবেষণা কিংবা বাস্তবায়নের বিশদ জানাতে তথা জানতে হলে লেখক কিংবা পাঠক দু’তরফেই প্রয়োজন রঙ্গীন ছবি ও আলোকচিত্রের ব্যবহার। আর এই কাজে মূল্যবান অবদান রেখে চলেছে আপনাদের ই-পত্রিকা। লেখকদের একত্রীভূত সংগ্রহ ছাড়াও ভবিষ্যতে ‘বিষয়-ভিত্তিক’ প্রবন্ধের তালিকা এবং সেই তালিকা থেকে যে কোনো একটি নির্দিষ্ট প্রবন্ধ বেছে নিয়ে পড়ার সুযোগ যদি করতে পারেন তাহলে উৎসাহী পাঠককুল প্রীত হবেন, সন্দেহ নেই। অন্য একটি পরামর্শ দিতে চাই: আপনারা যদি দু’ / তিন মাসে একটি করে অনলাইন ওয়েবিনার -এর ব্যবস্থা করেন যেখানে প্রকাশিত প্রবন্ধগুলির লেখকরা তাঁদের প্রবন্ধের মূল বিষয়বস্তু সহজ বাংলা ভাষায় বক্তৃতা দিতে পারবেন তাহলে আমার মনে হয় আপনাদের ই-পত্রিকাটির ব্যাপ্তি সুদূরপ্রসারী ও দীর্ঘস্থায়ী হবে।
অনেক অভিনন্দন ও শারদ-শুভেচ্ছা সহ -দেবানীক রায়।
Siddhartha Majumder (Author)
নমস্কার ও ধন্যবাদ জানাই আপনাদের ই-মেইল এবং ‘বিজ্ঞান ও বিজ্ঞানী’ শারদ সংখ্যার ই-ভার্সনের জন্যে। যা মনে হল, এখন লেখকদের পক্ষে (বিশেষ করে আমার মতন ই-জগতে ততোটা কুশলী না-হওয়া মানুষ) অনেকটাই সরল ও ফ্রেন্ডলি হয়েছে। বিশেষ করে লেখক সূচি/প্রোফাইল ও লেখকদের সব লেখার আর্কাইভ করার বিষয়টি খুবই জরুরি ছিল। সেই ব্যবস্থাটি বেশ অনায়াস ও সুন্দর ভাবে হয়েছে। বিন্যাস, সৌকর্য ও নান্দনিকতা প্রশংসাযোগ্য।
শারদ শুভেচ্ছা সহ – সিদ্ধার্থ মজুমদার
Tapan Kumar Biswas (Author)
চমৎকার ভাবনা। এই পরিবর্তন কাম্য ছিল। আমার খুব ভালো লাগছে জেনে যে, আমার এতাবত প্রকাশিত লেখাগুলি আমার প্রোফাইলে থাকবে। অন্য লেখাও পড়তে পারবো। লেখক হিসাবে এটা আমার খুব দরকার ছিল।
আজীবন সদস্যপদ পাচ্ছি লেখক হিসাবে, জেনে খুন আনন্দ পাচ্ছি।
Diganta Pal (Author)
শারদীয় ২০২৪ সংখ্যাটি খুব সুন্দর হয়েছে !
Author Profile তৈরি করার উদ্যোগটিও অত্যন্ত প্রশংসনীয়!
Soumyadeb Batabyal (Student)
I have been following BIJNAN O BIJNANI for a while. It’s quite fascinating that renowned science authors are putting their tremendous contributions to make it splendid day by day. Today I also grabbed the webzine which is, fruitless to say, marvellously yet colloquially scribbled down. I reckon that the implementation to make science put forward in Bengali should be more extrapolated. In this respect, BIJNAN O BIJNAN is indeed the finest because of its simplicity which could make common folks think about science. I also, fancy making a contribution on my part as well. It’d be a great opportunity for me as well if I make some of my contributions through my writing. It’d be absolutely kind of you if you gave me a chance. Feel free to contact me at any time… Thank you!