Free ArticlesScience News-বিজ্ঞানের টুকরো খবর

ভাঁজ করা ল্যাপটপ

বর্তমানে বিশ্বজুড়ে প্রযুক্তির উপর এক্সপেরিমেন্ট চালানো একটা ট্রেণ্ডে পরিণত হয়েছে। কিছু বছর আগেও যেখানে মোবাইল বা ল্যাপটপের আবিষ্কারেই চমকে গিয়েছিলাম আমরা, সেখানে এখন এই মোবাইল ও ল্যাপটপে কত নিত্য নতুন ফিচার্স আনা যায় তার প্রতিযোগিতা চলছে কোম্পানিগুলির মধ্যে। আর এই প্রতিযোগিতায় এক নতুন পাওনা ভাঁজ করা ল্যাপটপ। অবাক লাগছে তো? কিন্তু এমনটাই সম্ভব হয়েছে Asus-এর হাত ধরে। বিশ্বের প্রথম ভাঁজ করা ল্যাপটপ Zenbook 17 Fold লঞ্চ করে সমগ্র বিশ্বকে চমকে দিয়েছে এই কোম্পানি।

ভাঁজ করা ল্যাপটপ বানানোর দৌড়ে শুধুমাত্র Asus-ই নয়, রয়েছে আরও সব নামীদামী কোম্পানি যেমন LG, Oppo, TCL প্রভৃতি। এরাও খুব একটা পিছিয়ে নেই। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করেছে তাদের নিজ নিজ ল্যাপটপে। তবে কিছু সাধারণ ফিচার্স সব ল্যাপটপের ক্ষেত্রেই এক। এই ধরণের সব ল্যাপটপের ডিসপ্লে মনিটরই OLED দ্বারাই নির্মিত। ডিসপ্লে পর্দাটি মোটামুটি ১২.৫ ইঞ্চি থেকে প্রায় ১৭.৫ ইঞ্চির মধ্যে করা যায়; অর্থাৎ খোলা অবস্থায় ১৭.৫ ইঞ্চি ও ভাঁজ করা অবস্থায় ১২.৫ ইঞ্চি হয়। খুব স্বভাবতই এতে ভাঁজ করা যায় এমন কিবোর্ড বা টাচপ্যাড ব্যবহার করা হয়। পাওয়ার বাটনেরও স্থান পরিবর্তিত হয়, সাথে ওয়েব ক্যামেরাটি যাতে ভাঁজ অবস্থায় ঢাকা না পড়ে যায় তারও ব্যবস্থা থাকে। সর্বপরি এটিকে খুব ছোট্ট ও হালকা করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই থাকে আর থাকে অত্যাধুনিক সব প্রযুক্তির ব্যবহার। সম্প্রতি লঞ্চ হওয়া Asus-এর Zenbook 17 Fold ল্যাপটপে কি কি চমক রয়েছে, এক ঝলকে দেখে নেওয়া যাক-

Zenbook 17 Fold ল্যাপটপের OLED ডিসপ্লে স্ক্রিন ১৭.৩ ইঞ্চির যেটি ২৫৬০X ১৯২০ পিক্সেল রেজোলিউশন যুক্ত। এটি শুধুমাত্র চমৎকার ছবিই দেখাবে তা নয়, ৭০% কম ক্ষতিকারক ব্লুলাইট নির্গত করবে। এই ল্যাপটপের Operating system থাকছে Windows 11, RAM 16 GB, স্টোরেজ 1TB SSD আর থাকছে  গ্রাফিক্সকার্ড সহ ইন্টেল কোর আই৭(i7)প্রসেসর। এখানেই শেষ নয়, পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৭৫ ওয়াট আওয়ার ব্যাটারি। এত শক্তিশালী ব্যাটারি থাকায় একবার চার্জে টানা সাড়ে ৯ঘন্টা কাজ করা যায়। এছাড়াও আছে কার্ডরিডার ও ইউএসবি পোর্টের মত কানেক্টিভিটি ফিচার্স, IR ফাংশন ও উইন্ডোজ হ্যালো সাপোর্টযুক্ত ৫ মেগাপিক্সেল ক্যামেরা। BOE প্রযুক্তি গ্রুপের সহযোগিতায় প্রস্তুত এই ল্যাপটপের Argosense, ব্লুটুথ কীবোর্ড ও টাচপ্যাড সম্মিলিত। ইনবিল্ট মাইক্রোফোন ও স্পিকারযুক্ত এই ল্যাপটপে ভার্চুয়াল সহকারী ‘Siri’ ও ‘Alexa’ও ব্যবহার করা যায়।

এভাবেই LG, Oppo ও আরও সব নামীদামী কোম্পানির বানানো ভাঁজ করা ল্যাপটপ বর্তমানে বিজ্ঞানচর্চার ইতিহাসে এক নতুন মাইলফলক যোগ করেছে এবং আশা করা যায় বিজ্ঞানের এই জয়যাত্রা বজায় থাকবে জোরকদমেই।


ঐন্দ্রিলা সাউ: পেশাদার বিজ্ঞান বিষয়ক কন্টেন্ট রাইটার। Amul কোম্পানি থেকে “বিদ্যাশ্রী” পদকপ্রাপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *